ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেট প্রতিনিধি,২৭ জুলাই, ২০২২ : পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও স্বর্ণের দোকানে ডাকাতি ছিল চক্রের মূল টার্গেট। এমন ১৬টি ঘটনায় এ চক্রের বিরুদ্ধে মামলাও ছিল পুলিশের খাতায়। সেই আন্তঃজেলা ডাকাত চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সম্প্রতি সিলেট মহাসড়কে মুরগিবাহী একটি পিকআপের গতিরোধ করে একটি চক্র। পিকআপের চালক ও হেলপারকে নামিয়ে মুরগিভর্তি গাড়িটি ডাকাতি করে নিয়ে যায় চক্রটি। এ ঘটনা জানান ভুক্তভোগী পিকআপের মালিক।
তিনি বলেন, ‘আমার চালক এবং হেলপারকে গাড়ি থেকে নামিয়ে তাদের বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গাড়িটি নিয়ে চলে যায় চক্রটি।’
এমন ১৬টি ডাকাতির মামলার ভিত্তিতে এ চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়াও আটক করা হয় আরও ৫ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, দেশি অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি সিএনজিচালিত অটোরিকশাসহ নানা আলামত। চক্রের সদস্যরা মূলত ঢাকা ও আশপাশের জেলার মহাসড়কে ডাকাতি করে আসছিল।
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, তারা বাসে ও মালবাহী ট্রাকে ডাকাতি করে। বিশেষ করে পুরান ঢাকা ও মিটফোর্ড এলাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় তারা কাজগুলো করে। এ বিষয়ে তারা স্বীকারও করেছে।
পুলিশ বলছে, এই দলের বিরুদ্ধে স্বর্ণের দোকানে ডাকাতিসহ বেশ কয়েকটি হত্যা মামলাও রয়েছে।
হারুন অর রশিদ বলেন, তাদের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। ডাকাতি করতে গিয়ে কর্মচারী হত্যার ঘটনাও রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে এনে চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধেও খোঁজখবর নেয়া হবে বলে জানায় ডিবি পুলিশ।