সাবেক স্ত্রীকে ফাঁদে ফেলতে যুবকের অভিনব পন্থা, ধারণ করেন আপত্তিকর (ভিডিও

SHARE
Mobile

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি, রোববার, ২৪ জুলাই ২০২২ : সাবেক স্ত্রীকে ফাঁদে ফেলতে অভিনব পন্থা বেছে নিলো এক যুবক। দুই সন্তানের জননী ভুক্তভোগী নারী রাঙামাটি সদরের বাসিন্দা। যিনি শিকার হয়েছেন এক অনন্য প্রতারণার। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রতারণার ঘটনায় চমকে যাবেন যে কেউ।

প্রথমে স্ত্রীর মোবাইলে একটি বিশেষ অ্যাপস ইনস্টল। এরপর কোড শেয়ারিংয়ের মাধ্যমে তা নিয়ন্ত্রণ। এভাবেই এক বছরেরও বেশি সময় নানা আপত্তিকর ভিডিও ধারণ করে আসছে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান।

২০০৫ সালে মোস্তাফিজের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। ভালোই চলছিলো সংসার। কিন্তু গত কয়েক বছর ধরে টানাপোড়েনে বাড়ে দুজনের দূরত্ব। এ সুযোগে ২০২১ সালের দিকে স্ত্রীকে ফাঁদে আটকাবার অভিনব পন্থা বেছে নেন মোস্তাফিজ।

ভূক্তভোগী নারীর দাবি, বিশেষ একটি অ্যাপস তার অজান্তে মোবাইলে ইনস্টল করে কোড শেয়ারের মাধ্যমে নিজের মোবাইল থেকে নিয়ন্ত্রণ করে আসছিলেন মোস্তাফিজ। সেই অ্যাপসের মাধ্যমে ভুক্তভোগীর নানা আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি। নিয়ে নেন ব্যক্তিগত তথ্য।

পরে এসব ভিডিও স্ত্রীকে পাঠিয়ে নানা হুমকি দিতে থাকেন মোস্তাফিজ। চাপ দেন স্ত্রীর সম্পত্তি তার নামে লিখে দিতে। তাতে রাজি না হলে গত বছরের জুনে স্ত্রীকে তালাক দেন তিনি। এরপর থেকে চালিয়ে যাচ্ছেন স্ত্রীকে ফাঁদে ফেলার নতুন চেষ্টা।

এসব বিষয় জানিয়ে প্রতিকার চেয়ে সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাবেক স্বামী মোস্তাফিজসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ভূক্তভোগী নারী। যা তদন্তের জন্য রাঙামাটির সিআইডিকে দায়িত্ব দেন আদালত।

স্ত্রীর মোবাইল ফোন নিয়ন্ত্রণের কথা স্বীকার করেছেন মোস্তাফিজ। তার দাবি, স্ত্রীকে নজরদারিতে রাখার জন্যই এ কাজ করেছেন তিনি। মোস্তাফিজের বাড়ি চাঁদপুরে হলেও দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন রাঙামাটিতে।