টাকা দিয়েও মেলেনি কবরের জমি, একঘরে ১৩ সদস্যের পরিবার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি,মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আনজু বাপের পাড়া এলাকায় বাড়ি তৌহিদুল ইসলামের। গত ২৪ জুন ঠুনকো অজুহাতে ১৩ সদস্যের তৌহিদের পরিবারকে সমাজচ্যুত করে স্থানীয় সমাজপতিরা।

তৌহিদের দাবি নিজস্ব কোনও কবরস্থান না থাকায় সম্প্রতি সমাজের পক্ষ থেকে জায়গা কেনার সিদ্ধান্ত হয়। যেখানে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা পরিশোধ করেন তৌহিদ। পরে আরও পাঁচ হাজার দাবি করলে সময় চান তৌহিদ। তা কর্ণপাত না করে তৌহিদের নাম বাদ দিয়েই জমি নিবন্ধন করেন সমাজের সর্দাররা। এরপর পুরো পরিবারকে করা হয় সমাজচ্যুত।

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম বলেন, প্রথম যখন প্রতিবাদ করি তখন তারা আমাকে বলে তুমি সমাজ থেকে একঘরে। কারো সঙ্গে কথা বলতে দিচ্ছে না, পুকুরে যেতে দিচ্ছে না, রাস্তা বন্ধ করে দিবে বলছে।

প্রচলিত আইনে এভাবে সমাজচ্যুত করার নিয়ম না থাকলেও সর্দার আবুল হোসেনের দাবি সর্দারদের গালমন্দ করায় পরিবারটিকে সমাজচ্যুত করা হয়েছে।

অভিযুক্ত সমাজ সর্দার আবুল হোসেন বলেন, আমাদের গালাগালি করেছে। তাই এটা বিহীত করা এখন আমাদের দ্বারা সম্ভব নয়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন তৌহিদ। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফ উল্যাহ বলেন, তাকে সমাজচ্যুত করার বিষয়টি তুলে নেয়া হয়েছে। আর ওনাদের জায়গা সংক্রান্ত যে বিষয় আছে সেক্ষেত্রেও চেয়ারম্যান একটা রায় দিয়েছেন।

চট্টগ্রামের লোহাগাড়া ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, আমাদের বৈঠকের পর ওর (তৌহিদুল ইসলাম) কোন বিষয় যদি অমীমাংসিত থাকে বা সমঝোতা না হয় সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা বিষয়টি দেখবো। কিন্তু আমাদের কাছে তো এ বিষয়ে কেউ আর কিছু বলেননি।

তবে টাকা দিলেও এখনো জায়গা বুঝে পাননি বলে জানান তৌহিদুল ইসলাম।