দুর্ভোগকে সঙ্গী করে ঘরে ফিরছে লাখো মানুষ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৮ জুলাই ২০২২ : ঈদযাত্রায় পথে পথে দুর্ভোগকে সঙ্গী করে ঘরে ফিরছে মানুষ। মহাসড়কে রাত থেকে শুরু হয় যানজট। যা এখনও স্বাভাবিক হয়নি।

রাজধানী থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টে আটকে থাকতে হচ্ছে কয়েক ঘণ্টা। ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যানজটের সঙ্গে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে আছেন নারী ও শিশুরা।

সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের ভুইয়াগাঁতী থেকে রয়হটি জোড়া ব্রিজ পর্যন্ত থেমে থেমে যানজট দেখা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মহাসড়কের মাঝখানে একটি ট্রাক বিকল হয়। ওই সময় ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহন হুড়োহুড়ি করে চলাচলের চেষ্টা করে। এ সময় কৃত্রিম যানজট সৃষ্টি হয়।

গাজীপুর এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহাখালী থেকে ছেড়ে আসা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণাগামী বাসগুলোতে কোনও সিট ফাঁকা নেই। এরপরও স্বাভাবিক সময়ের চেয়েও দুই থেকে তিনগুণ যাত্রী নিচ্ছে বাসগুলো।

এদিকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। যাতে উত্তরবঙ্গগামী ট্রেনে সবচেয়ে বেশি ভিড়। নির্ধারিত সময়ের পরে যাত্রা শুরু করে ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন এক্সপ্রেস। এছাড়া বন্ধ করা যায়নি ট্রেনের ছাদে ভ্রমণ।