ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা প্রতিনিধি,বুধবার, ১৫ জুন ২০২২ : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, নির্বাচনের এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
বুধবার (১৫ জুন) সকাল ৯টা ২০ মিনিটে নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন।
এই মেয়র প্রার্থী বলেন, বৃষ্টির কারণে ভোটাররা আসতে পারছে না। বৃষ্টি শেষ হলে ভোটার নিয়ে আসার চেষ্টা করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে বিভক্ত। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও ৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কুসিক নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে তিন হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে আছেন ১৫ ও ১৬ জন করে পুলিশ। আনসারসহ গ্রাম পুলিশের সদস্যরাও আছেন প্রতিটি কেন্দ্রে।
পুলিশের মোবাইল ফোর্স আছে ২৭টি, প্রতি ওয়ার্ডে একটি। স্ট্রাইকিং ফোর্স নয়টি। রিজার্ভ ফোর্স দুটি। আর বিজিবি মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন, র্যাবের ২৭টি টিম আছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাচনী ম্যাজিস্ট্রেট ও নয়জন বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন।
ভোটগ্রহণ কাজে নিয়োজিত আছে দুই হাজার ৫৬০ জন কর্মকর্তা। তাদের মধ্যে প্রিসাইডিং অফিসার ৬৪০ জন, পোলিং অফিসার ১২৮০ জন এবং সহকারী পোলিং অফিসার ৬৪০ জন।