পদ্মা সেতু চালু হলে লাভবান হবেন পাথরঘাটার আড়তদাররা (ভিডিও)

SHARE

পাথরঘাটা আড়ত

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরগুনার পাথরঘাটা প্রতিনিধি, রোববার, ১২ জুন ২০২২ : পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ হবে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটার আড়তের। দক্ষিণের বিভিন্ন নদী, ঘের আর সাগরের মাছ এ কেন্দ্র হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে বিষখালী নদীর ইলিশ বাজারজাত হয় এখান থেকে। এছাড়া সামুদ্রিক ইলিশতো আছেই।

পদ্মাসেতুর উদ্বোধন নিয়ে উৎসাহের শেষ নেই আড়তদারদের। তারা জানান, যদি ২৫ তারিখে পদ্মা সেতু চালু হয়, আমরা অবশ্যই লাভবান হবো।

তবে আক্ষেপও আছে তাদের কণ্ঠে। এতো বড় মৎসকেন্দ্র থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব নিলেও ব্যবস্থাপনা ঠুনকো।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প চলমান থাকায় এখনই এর আধুনিকায়ন করা সম্ভব হচ্ছে না। এটি যখন শেষ হয়ে যাবে তখন দুপাশে যে জায়গাটি রয়েছে, এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলো আধুনিকায়নের মাধ্যমে আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার মেট্রিক টন মাছ বিক্রি হয়েছে এ কেন্দ্র থেকে। যেখানে শতকরা ১ টাকা ২৫ পয়সা রাজস্ব নেয় সরকার।