১৬ ফুট বালু খুঁড়ে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুন্সিগঞ্জের সিরাজদী খাঁন প্রতিনিধি ,রোববার, ০৫ জুন ২০২২ : মুন্সিগঞ্জের সিরাজদী খাঁন এলাকায় নিখোঁজ হওয়া স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউলের মরদেহ ভেক্যু দিয়ে ১৬ ফুট মাটির নিচ থেকে তোলা হয় নিখোঁজের পাঁচ মাস পর।
পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হন কেরানীগঞ্জের এ স্বর্ণ ব্যবসায়ী। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
চলতি বছরের চার জানুয়ারি শশুরবাড়ি মাদারীপুরে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন অনুপ বাউল। পরে আর কোনো হদিস পাওয়া যায়নি তার। এ নিয়ে পরদিন অপহরণ মামলা করে তার পরিবার। নিখোঁজের পোষ্টারও টানানো হয় নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে। দীর্ঘ তদন্ত শেষে নয়নমন্ডলসহ চারজনকে এ মামলায় গ্রেপ্তার করে তদন্ত সংস্থা।
মূলত অনুপের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়ে ভেক্যু কিনেছিলেন তার আত্মীয় ও ব্যবসায়ী পার্টনার নয়নমন্ডল। সেই টাকা ফেরত দেয়া নিয়েই বিরোধের বলি হতে হয় অনুপকে।
পিবিআই অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার জানান, অনুপ বাউল তার ব্যবসায়িক পাটনার নয়নমন্ডল থেকে পাওনা ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় তাকে ডেকে নিয়ে নয়ন তার গ্যারেজে অনুপ বাউলকে গলা চেপে হত্যা করে। পরে তাকে মুন্সিগঞ্জে গর্ত করে মাটি চাপা দেয়া হয়।
এ হত্যার ঘটনায় নয়ন আরও তিনজনকে সঙ্গে নেয়। হত্যার পর মরদেহ ড্রামে ভরে পুতে রাখে মুন্সিগঞ্জের সিরাজদী খাঁন এলাকায়।