চাকরির নামে প্রতারণা: গাড়িতেই ইন্টারভিউ নিতেন তারা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০১ জুন ২০২২ : কখনো থানার ওসি, কখনো সেনাকর্মকর্তা আবার কখনো সরকারি কোনো অফিসের বড়কর্তা সেজে ২০০ ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে চক্রের প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। অন্যদিকে বিভিন্ন মামলার আসামিদের ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে বিদেশে পালিয়ে যেতে সহায়তাকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

নামকরা একটি প্রতিষ্ঠান থেকে নেমেই উঠছেন দামি কোনো ব্র্যান্ডের গাড়িতে। ব্যস্ততা থাকায় গাড়িতেই নিচ্ছেন চাকরির ইন্টারভিউ। কথার যাদুতে মুহূর্তেই প্রলুব্ধ করে চুক্তিও করেন চাকরির শর্তে ৯ লাখ টাকার। স্ট্যাম্পে স্বাক্ষর করে করা হয় অঙ্গীকারনামা। দুই ধাপে টাকা নেয়া শেষে দেয়া হয় নিয়োগপত্র। কিন্তু নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানে যেতেই ভুক্তভোগীরা জানতে পারেন শিকার হয়েছেন প্রতারণার। এরমধ্যেই লাপাত্তা প্রতারকচক্র।

রাজধানীর মিরপুর ও মতিঝিল এলাকা থেকে এমনই এক প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। তাদের দাবি, এই প্রতারকরা কখনও নিজেকে ওসি কখনও সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রায় দুইশ’ জনের কাছ থেকে এ পর্যন্ত ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমানে ভুয়া সিল, স্ট্যাম্প, মোবাইল ও নগদ টাকা।

র‌্যাব-৩ এর সিইও লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, ব্লেজার, সুট ও টাই পরে ব্র্যান্ডের গাড়িতে চড়তেন। আর এমন ভাব ধরতেন যেন তারা অনেক বড় কিছু। বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান থেকে নেমে তারা গাড়িতেই ইন্টারভিউ নিতেন। গত ৫ বছর ধরে এই চক্রটি ২০০ জন চাকরিপ্রার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে প্রতারণা করে ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অন্যদিকে, বিভিন্ন মামলার আসামি কিংবা স্বাভাবিক উপায়ে আইনি ছাড়পত্র সংগ্রহে অযোগ্য, এমন ব্যক্তিদের ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে বিদেশে যেতে সহায়তাকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। অভিযুক্তরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে ভুয়া ঠিকানা দিয়ে অনলাইনে আবেদনের মাধ্যমে এভাবে প্রতারণা করে আসছিলেন বলে দাবি পুলিশের।

ডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আবদুল আহাদ বলেন, আমরা অনলাইনে খুঁজে দেখি যে তার নামে কোনো মামলা আছে কি না। যখন তার ঠিকানাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন দেখছি যে তার নামে আর কোনো মামলা নেই। ফলে আমরা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি। অথচ তার নামে কিন্তু মামলা আছে। এ রকম একটা চক্রের ৩ জনকে গ্রেফতার করেছি।

চক্রটির মূল হোতাসহ বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে পুলিশ বলছে, গ্রেফতারকৃত আসামিদের এরইমধ্যে রিমান্ডে নিয়েছেন তারা।