দিনে রং মিস্ত্রি সিএনজি চালক, রাতে ভয়ংকর ডাকাত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ৩১ মে ২০২২ : গত ২৪ ফেব্রুয়ারি অভূতপূর্ব এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। সেদিন মধ্যরাতে ঢাকার অদূরে ধামরাইয়ে ৮/৯ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানসহ তাকে জিম্মি করে। লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল।
মালামাল খোয়া গেলেও অক্ষত আছেন সাবেক এই রাষ্ট্রদূতের পরিবারের সদস্যরা। তবে এতটা ভাগ্যবান নন কেরানীগঞ্জের বিদেশ ফেরত সানাউল্লাহ মিয়া। গত ২৪ এপ্রিল মধ্যরাতে ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হন তার বড় ভাই ও ভাতিজা।
সে রাতে বড় ভাইয়ের বাড়িতে হানা দেয়ার আগে ঘন্টাব্যাপী ছোট ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে দলটি। শিউরে ওঠার মতো এ ঘটনার দৃশ্য ধরা পড়ে বাড়িটির সম্মুখভাগের একটি সিসিক্যামেরায়। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সে রাতে গোলাগুলির ঘটনাও ঘটেছে।
রাজধানীর উপকন্ঠে গত কয়েক মাসে এমন অন্তত ২০টি ডাকাতির ঘটনা ঘটিয়ে অবশেষে ধরা পড়েছে ডাকাত দলটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন হাওলাদার (৩২), রবিউল আউয়াল ওরফে রবি (১৯), বাবু ওরফে জুয়েল (২২), মো. রনি (১৯), একরাম আলী (৩৩) ও ইব্রাহিম মাঝি (২০)। এসময় তাদের কাছ থেকে একনলা বন্দুক, ডাকাতিতে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি, দুটি ছুরি, লোহার রড, পাইপ কাটার রেঞ্জ ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডাকাতদলের সদস্যরা স্বাভাবিক পেশায় কেউ ছিলেন সিএনজি চালক, রং মিস্ত্রি, মুদি দোকানের কর্মচারী কিংবা অনলাইন ফুড ডেলিভারি ম্যান। গ্রাহকসেবার ফাঁকে টার্গেট ব্যক্তির অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সব তথ্য সংগ্রহ করত তারা। তারপর সংঘবদ্ধ হয়ে রাতে হানা দিত টার্গেট করা বাড়িতে।
পুলিশ জানায়, দীর্ঘদিন রাজধানীর উপকণ্ঠে ডাকাতি করেছে চক্রটি। ডাকাতদল গ্রাহকসেবার ফাঁকে তথ্য সংগ্রহ করে রাতের আঁধারে হানা দিতেন টার্গেট করা ব্যক্তির বাড়িতে।
ডিবির কর্মকর্তারা জানান, অটোরিকশার চালক, অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, রং মিস্ত্রি, মুদি দোকানের কর্মচারী এমন নানা পেশার কিছু লোক রাতে একত্রিত হয়ে নেমে পড়ে ডাকাতিতে। নিজেদের দিনের পেশাকে কাজে লাগিয়ে এরা বাসাবাড়ি রেকি করে।