পাবনায় স্কুল মাঠে গোয়াল ঘর, অভিযোগ স্বীকার প্রধান শিক্ষকের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পাবনা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ : পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয় স্কুলের পুকুর ভরাট করে শিক্ষার্থীদের সাইকেল গ্যারেজ হওয়ার কথা থাকলেও হয়েছে গোয়াল ঘর। অভিযোগ পাবনা সদরের দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের এই জায়গা দখল করে গরু পালন করছেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান। শুধু তাই নয় সপ্তাহে দুইদিন স্কুল মাঠে বসে পেঁয়াজের হাট।

স্থানীয়রা বলেন, স্কুলের ফান্ডের টাকা দিয়ে মাটি ভরাট করা হয়। পরবর্তীতে ওখানে গোয়াল ঘর তুলে গরুর খামার করেছেন। শিক্ষার্থীরা বলেন, হাটের দিন অনেক ভিড় থাকে। আমাদের খেলাধুলা করতে অনেক সমস্যা হয়।

পরীক্ষা ফি ও ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়, নিজ অ্যাকাউন্টে বিদ্যালয়ের অর্থ জমাসহ নানা অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

একজন শিক্ষার্থী বলেন, পরীক্ষা ফি ২৩০ টাকা নির্ধারণ করা সত্ত্বেও তারা আমাদের কাছ থেকে ৬০০ টাকা দাবি করছে। স্কুলের একজন শিক্ষক বলেন, আমরা খেয়াল করি যে উনি টাকাটা ইসলামী ব্যাংকে রাখেন। কিন্তু আমার জানামতে ইসলামী ব্যাংকে স্কুলের কোনও অ্যাকাউন্ট নাই।

এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন প্রধান শিক্ষক। আর জেলা শিক্ষা কর্মকর্তা বললেন, এ নিয়ে তদন্ত চলছে।

পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান বলেন, স্কুলের সঙ্গে শেয়ার করে কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে কিছু একটা করার। এখানে বাড়ি, এখানে স্কুল সময় পেলে পারলে কর। শুধু এটুকুই।

পাবনার জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, পাবনা সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমানকে সরজমিনে বিদ্যালয়টি পরিদর্শণ করত তদন্ত প্রতিবেদনের জন্য দায়িত্ব দিয়েছি।

দ্রুত তদন্ত করে বিদ্যালয়টিতে শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।