
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ১৪ মে ২০২২ : ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। জীবনের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত তিনি। ইদানীং দাফনের হিসাব দেখিয়ে এই অভিনেতা জানতে চান, ‘বেঁচে থাকার কী লাভ?’
গত মঙ্গলবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দাফনের প্রয়োজনীয় উপকরণের তালিকা ও মূল্য প্রকাশ করেন সিদ্দিক। সেখানে কাফন, লোবান, আতর, গোলাপ জল, সুরমা, আগরবাতী, কাটি, টিস্যু গামছাসহ মোট ১১টি উপকরণ তালিকা দেওয়া আছে। প্রতিটি উপকরণের পাশে মূল্য ধরার ঘরে টাকার পরিমাণ উল্লেখ করা।
ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের বড় বড় হিসাব মানুষ মিলাতে পারে না, অথচ শেষ বিদায়ের ছোট্ট একটা হিসাবের কথা চিন্তা করলেই জীবনের সমস্ত হিসাব মিলে যাবে অনায়াসে এক মুহুর্তে।’
সিদ্দিক আরও লেখেন, ‘এই জীবনের হিসাব মিলাতে না পারলে বেঁচে থাকার কী লাভ বলুন? আল্লাহ সবাইকে জীবনের হিসাব মিলানোর হেদায়েত দান করুন আমীন।’
এর দু’দিন গত বৃহস্পতিবার (১২ মে) নিজের হাসিমাখা মুখের একটি ছবি পোস্ট করেছেন সিদ্দিক। তার ভাষ্য, ‘দিন শেষে নিজেকে ভালো রাখতে হবে। নিজেরই ভালো থাকতে হবে। কেউ ভালো থাকার ব্যবস্থা করে দেবে না। যদি কেউ করে দেয় তাহলে তোমাকে বুঝতে হবে, সে তোমাকে অনেক ভালোবাসে।’
সোশ্যাল মিডিয়ায় সিদ্দিকের পর পর দুটি স্ট্যাটাসেই জীবন ও ভালোবাসার প্রসঙ্গ উঠে এসেছে। ব্যক্তিজীবনে ২০১২ সালের ২৪ মে মডেল-অভিনেত্রী মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। তবে তাদের সেই সংসার টেকেনি। ২০১৯ সালের অক্টোবরে বিচ্ছেদের পথে হাঁটেন সিদ্দিক ও মিম।
(মডেল-অভিনেত্রী মারিয়া মিম)
প্রসঙ্গত, গত মাসে ‘টিপকাণ্ডে’ আলোচনায় আসেন সিদ্দিক। ওই সময় ‘টিপ পরে’ ছবি পোস্ট করা অভিনয়শিল্পীদের ‘পাগল’ সম্বোধন করেন তিনি। এমনকি টিপ পরে প্রতিবাদ করা সহকর্মীদের ‘হিজাব’ পরা ছবি দেখতে চেয়েও কটাক্ষ করেছিলেন এই অভিনেতা।