ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ১৪ মে ২০২২ : ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারকে।
শনিবার (১৪ মে) সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি দেশটির গোয়েন্দা সংস্থার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতে এ অভিযান চালানো হয়।
ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, পি কে হালদার তার নাম পরিবর্তন করে শিব শংকর হালদার নামে বাংলাদেশে সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে অশক নগরে একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন। শনিবার সকালে সেই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিকে হালদার ও তার ভাইসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ধারণা করা হত পিকে হালদার কানাডায় আত্মগোপন করেছিলেন।
এর আগে গতকাল শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর ২৪ পরগনার অন্তত ৯টি স্থানে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বাংলাদেশ থেকে অবৈধ টাকা পাচার করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পি কে হালদার সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে পিকে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বরিশালের পিরোজপুরে বাসিন্দা পি কে হালদার। তার বাবা প্রয়াত প্রণবেন্দু হালদার পেশায় ছিলেন গ্রাম্য বাজারের দর্জি। মা শিক্ষিকা। ছেলের এমন দুর্নীতির পর পি কে হালদারের মা ভারতের অশোকনগরে আরেক ছেলে প্রাণেশ হালদারের বাড়িতে চলে গেছেন।