মাকে হত্যায় বাবার ফাঁসি চাইলেন সন্তানরা

SHARE

 ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের চন্দনাই প্রতিনিধি, রোববার, ০৮ মে ২০২২ : চট্টগ্রামের চন্দনাইশে মাকে ছুরিকাঘাতে হত্যায় বৃদ্ধ বাবার (৭৩) ফাঁসি চাইলেন তার সন্তানরা।

শনিবার (৭ মে) রাতে চন্দনাইশের এলাহাবাদে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম একই এলাকার আবদুস ছত্তারের স্ত্রী।


এদিকে এ ঘটনার পর মায়ের খুনি বাবার ফাঁসি চাইলেন সন্তানরা।

নিহতের সন্তানরা জানান, এমন নৃশংসতা কেউ মেনে নিতে পারছেন না। তারা বাবার ফাঁসি দাবি করেছেন।
স্বজনদের বরাত দিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, চট্টগ্রামের চন্দনাইশের এলাহাবাদে আবদুস ছত্তারের সঙ্গে তার স্ত্রী রাজিয়া বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে।

শনিবার রাতেও ঝগড়া হয় তাদের মধ্যে। এ সময় শয়ন কক্ষে ঘরে ছুরিকাঘাত করে স্ত্রীকে খুন করে পালিয়ে যান স্বামী।

নিহত ওই গৃহবধূর স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।