ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ১৬ এপ্রিল ২০২২ : ভারতে এক বাংলাদেশি কিশোরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘অবৈধভাবে ভারতীয় চকলেট কিনতে সীমান্ত অতিক্রম করার’ দায়ে এক বাংলাদেশি কিশোরকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্ত চিহ্নিত শালদা নদীর কাছে ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত খালদানদী গ্রামের ইমান হোসেন নামের ওই কিশোর তার প্রিয় ভারতীয় চকলেট কিনতে নিয়মিতই সাঁতার কেটে ভারতের ত্রিপুরার সিপাহিজালা জেলায় যেত।
সেখানে থাকা কাঁটাতারের বেড়ার একটি ফাঁকা দিয়ে প্রবেশ করে ভারতের কালামচৌড়া গ্রামের এক দোকান থেকে চকলেট কিনত ইমান। একই পথে বাড়ি ফিরত সে। তবে গত ১৩ এপ্রিল বিএসএফের হাতে ধরা পড়ে ইমান।
ত্রিপুরার সোনামুড়ার উপপুলিশ সুপার বনজ বিপ্লব দাস জানান, ওই কিশোরকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে আদালতে হাজির করা হয়। আদালত ইমানকে ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
বিপ্লব দাস বলেন, ‘জিজ্ঞাসাবাদে ছেলেটি চকলেট কেনার জন্য ভারতে আসার কথা স্বীকার করেছে। তার কাছে বাংলাদেশি ১০০ টাকা পাওয়া গেলেও অবৈধ কিছু ছিল না। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের কারণেই তাকে গ্রেফতার করা হয়।’
এখন পর্যন্ত ওই কিশোরের পরিবারের কেউ ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি জানিয়ে সোনামুড়ার উপপুলিশ সুপার বলেন, ‘আরও তদন্ত চলছে। তার (ইমান হোসেন) ভাগ্য নির্ধারণের জন্য তাকে আবার আদালতে হাজির করা হবে।’