যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট, চিকিৎসক গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশালের গৌরনদী প্রতিনিধি, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ : যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. টিপু সুলতানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

যৌতুক ও তাকে মারধরের অভিযোগ জানিয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে গৌরনদী থানায় স্ত্রী ডা. মিলাদুজ্জামান ইরার (২৮) করা মামলায় রাতেই তাকে গ্রেফতার করা হয়।


গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ আগস্ট গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের মো. বাদশা ফকিরের ছেলে ডা. টিপু সুলতানের সঙ্গে কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দৈয়ারা গ্রামের আ. আলিমের মেয়ে ডা. মিলাদুজ্জাহান ইরার বিয়ে হয়। বর্তমানে তারা দুইজনই গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। 
বাদী অভিযোগ করেন, ১০ লাখ টাকা যৌতুকের জন্য তার স্বামী ডা. টিপু সুলতান তাকে প্রায়ই মারধর করতেন এবং প্রাণনাশের হুমকি দিতেন। নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে তিনি যৌতুকের জন্য মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গৌরনদী মডেল থানায় ডা. টিপু সুলতান ও তার বাবা বাদশা ফকিরকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ডা. টিপু সুলতানকে গ্রেফতার করে।

এ বিষয়ে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা সিভিল সার্জন মারিয়া হাসান সময় সংবাদকে জানান, গৌরনদী থানা থেকে মামলার বিস্তারিত বিষয় তাকে অবহিত করা হয়েছে। সব কিছুই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।