নকল ওষুধে ৬০ হাজার হেক্টর পেঁয়াজ নষ্ট, কপাল পুড়লো চাষিদের (ভিডিও)

SHARE
Magura Onion

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মাগুড়ার শ্রীপুর প্রতিনিধি,বুধবার, ১৩ এপ্রিল ২০২২ : নকল ছত্রাকনাশক ব্যবহার করে প্রায় ৬০ হাজার হেক্টর জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে মাগুড়ার শ্রীপুরে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এতে তাদের কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

নকল ওষুধে কপাল পুড়লো মাগুরার পেঁয়াজ চাষিদের। জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের প্রায় ৬০ হাজার হেক্টর জমির পেঁয়াজ নষ্ট হয়েছে ‘এনাট্রাকল’ নামক ছত্রাকনাশক  ব্যবহার করে। নকল এই ওষুধ প্রয়োগের পরপরই পঁচে গেছে পেঁয়াজের গাছ আর গোড়া।

ধার দেনা করে পেঁয়াজ চাষ করে এখন পথে বসেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।  এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি পেঁয়াজ চাষিদের।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ জানান, ব্যবহৃত ছত্রাকনাশক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না।

এবছর জেলার শ্রীপুর উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে।