ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি , মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার বকেয়া বেতনের জন্য দুই শিশু শিক্ষার্থীকে সাড়ে ৪ ঘণ্টা তালাবদ্ধ করে কক্ষে আটক রাখার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের বিরুদ্ধে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকার দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আটকে রাখা শিক্ষার্থীরা ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ও ছাত্রী। তাদের দুজনেরই বয়স সাত। সম্পর্কে তারা ভাইবোন।
এদিকে এ ঘটনার খবর পেয়ে সন্ধ্যা সাতটায় আটকে রাখা দুই শিক্ষার্থীর পিতা জামাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে মাদ্রাসায় যান। পরে পুলিশ গিয়ে তার দুই শিশু সন্তানকে মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থীর পিতা জামাল হোসেন জানান, মহামারি করোনা পরিস্থিতিতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যার কারণে মাদ্রাসায় পড়ুয়া তার দুই সন্তানের ৬ মাসের বেতন বকেয়া হয়। বকেয়া বেতনের টাকা পরিশোধ করতে বেশ কিছুদিন যাবত মাদরাসার প্রিন্সিপাল তাকে মোবাইল ফোনে চাপ প্রয়োগ করে আসছেন।
তিনি বলেন, এরপর আমি কয়েকদিন আগে প্রিন্সিপালকে কিছু টাকা দিয়ে অবশিষ্ট টাকা রমজানের ঈদের পূর্বে পরিশোধ করব বলে কথা দেই। আজ দুপুর দেড়টায় আমার বড় মেয়ে আমার দুই ছেলেমেয়েকে মাদ্রাসা থেকে আনতে গেলে প্রিন্সিপাল মাহমুদুল হাসান টাকা ছাড়া তাদেরকে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন।
পরবর্তীতে তিনি আমার দুই শিশু সন্তানকে মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে চলে যান। বিষয়টি জানতে পেরে আমি প্রথমে থানা পুলিশকে জানিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করি। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মাদ্রাসা কর্তৃপক্ষকে থানায় এসে দেখা করতে বললে তারা থানায় এসেছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে তারা জানায় ইফতারের জন্য তারা মাদ্রাসার বাইরে গিয়েছিল। ওই সময় কেউ না থাকায় দুই শিক্ষার্থীকে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে যায়।
তবে বকেয়া বেতনের জন্য তালাবদ্ধ করে রেখেছে ওই দুই শিশু শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ প্রসঙ্গে ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।