ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১০ এপ্রিল ২০২২ : যে মাঝি নৌকা ডুবায় তাকে আর হাল ধরতে দেবে না আওয়ামী লীগ। স্থানীয় নির্বাচনে নৌকার বিরোধীতাকারীদের অতীতে ক্ষমা করা হলেও এবার দলের অবস্থান অনড় থাকবে। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমনটাই জানিয়েছেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ মনে করেন, জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করাই হবে আওয়ামী লীগের মূল লক্ষ্য।
জাতীয় নির্বাচনের প্রায় দুই বছর বাকি। তাই এখন থেকেই দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এদিকে ৭ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদসহ উপজেলা আর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভেদ আর কোন্দল জেঁকে বসেছে তৃণমূল আওয়ামী লীগে। বারবার হুঁশিয়ারি দিয়েও স্থানীয় অনেক সংসদ সদস্যের বিরোধিতার কারণে কাঙ্ক্ষিত ফল পায়নি দলটি।
আর তাই স্থানীয় নির্বাচনে নৌকার বিরোধিতাকারী নেতা, সংসদ সদস্য এমনকি মন্ত্রীদেরও আর মনোনয়ন না দেয়ার কঠোর সিদ্ধান্ত আওয়ামী লীগের।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জাতীয় সংসদ সদস্য পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিলে তা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। যারা নৌকার বিরোধিতা করে তাদের নেত্রী আর নৌকার মনোনয়ন দিবেন না বলেও জানান তিনি।
তবে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচনকে একভাবে দেখতে চাননা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তার মতে, নিরঙ্কুশ জয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন দুটি ভিন্ন। সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমার মূল লক্ষ্য থাকবে জনগণকে সঙ্গে নিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করা। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নিরঙ্কুশ জয় নিশ্চিত করা।
ব্যক্তি স্বার্থে যারা দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিষয়ে সব তথ্যই আওয়ামী লীগ সভাপতির কাছে আছে বলেও জানান এই দু’নেতা।