ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,রোববার, ১০ এপ্রিল ২০২২ : মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যায় সন্দেহের তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে না পরিবার, বন্ধু, প্রতিপক্ষ কাউকেই। এমনকি কারাগারে থাকা ক্যাসিনো ব্যবসায়ী, বিদেশে পলাতক সন্ত্রাসীও আছেন এই তালিকায়। এমনটাই দাবি করছেন মামলার ছায়া তদন্তকারী সংস্থা র্যাব। আর পরিবার বলছে, মূলহোতাদের আইনের আওতায় না এলে মতিঝিলে থামবে না হত্যার রাজনীতি।
এরই মধ্যে টিপু হত্যায় সরাসরি জড়িত কয়েক আসামি ধরা পড়েছে। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরেই পরিকল্পনাকারীরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীর নাম এসেছে। পাশাপাশি আমরা যাদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করেছি তাদেরও আমরা সন্দেহের বাইরে রাখছি না। আমাদের তদন্ত চলমান রয়েছে।
সন্দেহের তালিকা থেকে নিহত টিপুর পরিবার, বন্ধু, ব্যবসায়িক বা রাজনৈতিক প্রতিপক্ষ কাউকেই বাদ দিচ্ছে না র্যাব।
র্যাবের এই কর্মকর্তা বলেন, কেউ সন্দেহের ঊর্ধ্বে না, সেটা পরিবারের লোকজন হলেও। এছাড়া আন্ডার ওয়ার্ল্ড ও যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তারাও সন্দেহের ঊর্ধ্বে না। সবাই যে হত্যা সঙ্গে জড়িত তা না। এখানে হত্যার মোটিভ, প্রভোকেট করাসহ অনেক বিষয় রয়েছে। অনেকে আছে যেনে হয়তো চুপচাপ ছিল। এই রকম বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা তদন্ত করছি। সেই অর্থে এখানে কেউ সন্দেহের বাইরে না।
মূলহোতা যে বা যারাই হোক, তাদের আইনের আওতায় না আনা গেলে লাশের সারি থামবে না বলে জানিয়েছেন নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর। তিনি বলেন, শুটার মূল কোন কিছু না। তাকে ভাড়া করা হয়েছে তিনি খুন করেছেন। তার এটা পেশা। কিন্তু কারা পরিকল্পনাকারী। যারা পরিকল্পনা করেছে, তাদের ওপরে যারা আছে, তাদের আইনের আওতায় আনতে হবে। আমি আইনের প্রতি আস্থাশীল।
পরিকল্পনাকারীদের দ্রুতই আইনের আওতায় আনারও দাবি জানান এই জনপ্রতিনিধি।