‘কুমিল্লা’ নামে বিভাগ পেতে সৌদিতে তোড়জোড়

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ২৩ মার্চ ২০২২ : ‘কুমিল্লা নামে বিভাগ চাই’ দাবিতে কুমিল্লাপ্রবাসী সোসাইটির উদ্যোগে সৌদি আরবে গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশের নবম বিভাগ হিসেবে কুমিল্লাকে স্বীকৃতির দাবিতে দেশের বাইরে চলছে প্রবাসীদের নানা আয়োজন।

সোমবার (২১ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে কুমিল্লাপ্রবাসীদের উদ্যোগে গণস্বাক্ষর ও আলোচনা সভার আয়োজন করা হয়। রিয়াদের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় মূল অনুষ্ঠানের। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মো. রুস্তম খান।

উদ্যোক্তা শেখ জামাল ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় কুমিল্লাপ্রবাসী সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম মাহবুব, জাহাঙ্গীর আলম হৃদয়, নূরে আলম, আব্দুর রহিম, নূরুল আমিন, মীর হোসেন, ইব্রাহিম, হাবীব উল্লাহসহ অনেকে।

এ সময় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ ও বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে জোরালো বক্তব্য ও স্লোগান দেন। এ ছাড়া বিভিন্ন দেশে বসবাসরত বৃহত্তর কুমিল্লাপ্রবাসীদের পক্ষ থেকে স্মারকলিপি ও গণস্বাক্ষর স্থানীয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে মর্মে সিদ্ধান্ত নেন আয়োজকরা।