সময় টিভির প্রতিবেদনের পর চাকরিচ্যুত ডিএনসিসি কর্মকর্তা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২১ মার্চ ২০২২ : আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-১০ এর রেভিনিউ সুপারভাইজার (অ.দা.) মোহাম্মদ আব্বাছ আলীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) ডিএনসিসির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেভিনিউ সুপারভাইজারের গ্রাহককে অনৈতিক সুবিধা প্রদান ও নিজে লাভবান হওয়ার বিষয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে স্বীকার করে নিতে দেখা যায়। এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১০ এর কাছে তার দাখিলকৃত মৌখিক ও লিখিত বক্তব্য সন্তোষজনক হয়নি।
তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং কর্পোরেশন ও জনস্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তার এ কার্যকলাপে কর্পোরেশনের সেবামূলক কার্যক্রম, সুনাম ও রাজস্ব আদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থায় মোহাম্মদ আব্বাছ আলীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।
এর আগে সময় টিভির ক্যামেরায় ধরা পড়েন ডিএনসিসির ৩৭ নম্বর ওয়ার্ডের রাজস্ব সুপারভাইজার। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজস্ব সুপারভাইজার হয়েও এক কলমের খোঁচায় তিনি লাখ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স কমিয়ে দিতেন। আবার বাড়ি বাড়ি গিয়ে নিজেই আদায় করেন ট্যাক্স, কখনো দেন কিস্তির সুবিধাও।
এসব অভিযোগ উড়িয়ে দিয়ে আব্বাছ আলী আত্মপক্ষ সমর্থনে দিতে থাকেন নানা অজুহাত। কিন্তু সবশেষ তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি ১ এপ্রিল থেকে রাজস্ব আদায় ডিজিটাল পদ্ধতিতে করার ঘোষণা দেন তিনি।