বিয়ের চাপ দেয়ায় চিকিৎসক লাভলীকে ঢাকায় নিয়ে হত্যা করে আলম

SHARE
বিয়ের চাপ দেয়ায় চিকিৎসক লাভলীকে ঢাকায় নিয়ে হত্যা করে আলম

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নওগাঁ প্রতিনিধি,সোমবার, ২১ মার্চ ২০২২ :  নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ীর প্রতিবন্ধী পল্লী চিকিৎসক লাভলী খাতুন হত্যা মামলার প্রধান আসামি মাহবুবুল আলম ওরফে বিস্কুটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

পুলিশ সুপার বলেন, গত শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থেকে মাহবুবুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকার পশ্চিম বাইতুল জামে মসজিদের পাশে চারিদিকে উঁচু প্রাচীর দেওয়া এক স্থান থেকে মাটি খুঁড়ে লাভলীর লাশ উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে আশুলিয়া থানা পুলিশ।

মান্নান মিয়া বলেন, লাভলী একজন শারীরিক প্রতিবন্ধী নারী। তিনি প্যারামেডিকেল থেকে পড়াশোনা শেষ করে রাণীনগর বেতাগী বাজারে ডিসপেনসারি খুলে মানুষের চিকিৎসা করতেন। পল্লী চিকিৎসক লাভলী সাথে একই উপজেলার ভবানীপুর গ্রামের মাহবুবুল আলমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মাহবুবুল লাভলীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন। লাভলীর কাছ থেকে টাকাও ধার নিয়েছিলেন মাহবুবুল। বেশ কিছু দিন ধরে মাহবুবুলকে টাকা ফেরত ও বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন লাভলী। কিন্তু মাহবুবুল নানা টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে লাভলীকে হত্যার পরিকল্পনা করে মাহবুবুল।

পুলিশ সুপার বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে মাহবুবুল আলম বিয়ে করার কথা বলে লাভলীকে অপহরণ করে আশুলিয়ায় নিয়ে আসেন ওই দিন রাতে জিরাবো এলাকায় পশ্চিম বাইতুল জামে মসজিদের পাশে উঁচু প্রাচীর দেওয়া একটি স্থানে নিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেখানে পুঁতে রাখেন।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসপি।