দিনাজপুরে ধুমধামে বিয়ে হলো বট ও পাকুড় গাছের (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),দিনাজপুরের কাহোরোল প্রতিনিধি, শনিবার, ১২ মার্চ ২০২২ : দিনভর বেজেছে ঢাক-ঢোল ও বাঁশির সুর। সঙ্গে পুরোহিতের মন্ত্র। কলাগাছ দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। পাশেই ব্যস্ত রাঁধুনী। দিনাজপুরের কাহোরোলে এমনি ধুমধাম করে বিয়ে হলো বট ও পাকুড় গাছের।

মানুষের মতো করে বিয়ে বট ও পাকুড় গাছের। দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নুরপুর এলাকায় হয়েছে ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন।

চারপাশে চারটি কলাগাছ পাশে ঘট আর ডাব। আল্পনা করে সাজানো হয়েছে বিয়ের মন্ডপ। বাদ্য-বাজনা ও গীতের কোনো কমতি ছিল না। যেখানে ছিল চার গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের সমাগম।

স্থানীয়রা বলেন, আমরা অনেক আনন্দিত। আমাদের ধর্ম মতে বৃক্ষ বিবাহ দেয়া একটা উত্তম কাজ। তাই আমরা গোটা এলাকার মানুষ বিয়ের আয়োজন করছি। এখানে আমাদের এলাকার সবাই উপস্থিত আছে।

পুনর্ভবা নদীর পাশে ভদ্রকালী মন্দির প্রাঙ্গনে বিয়েতে নেচে গেয়ে আনন্দ করছে বরযাত্রী ও কনেপক্ষের লোকজন। ছিল প্রীতিভোজের আয়োজনও।

স্থানীয় একজন বলেন, মেয়ে পক্ষ থেকে এসেছি। এখানে সুন্দর আয়োজন করা হয়েছে। নাচ গান করলাম। এমন বিয়ে দেখার জন্য উৎসাহিত।

বর ও কনের বাবা জানান, বট-পাকুড় গাছের বিয়ের মধ্য দিয়ে গ্রামের সবার মাঝে আত্মীয়তার সম্পর্ক অটুট থাকবে।

বট-পাকুড়ের বিয়ে দেয়ার কারণ জানিয়ে বরের বাবা বলেন, যারা এ বিয়ে দেয় তারা জমপুরিতে বিপদে পড়লে তখন ওই বট-পাকুড় তাদের রক্ষা করে নিয়ে যায়। আন্যদিকে ভ্রাতৃত্ব-বন্ধন সৃষ্টি করার জন্যই মূলত এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কনের বাবা।

ব্যতিক্রমী এই বিয়ের আয়োজক ছিল সনাতন ধর্মাবলম্বী মানুষজন। তাদের মতে, মহাভারতে এই বিয়ের কথা উল্লেখ রয়েছে। নিজেদের মনসকাসনায় এমন বিয়ের আয়োজন।