ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ : এখনো মজুরি বৈষম্যের শিকার সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শ্রমিকেরা। তারা জানান, একই কাজ করার পরও পুরুষ সহকর্মীর চেয়ে প্রায় অর্ধেক মজুরি তাদের দেয়া হচ্ছে।
সব ধরনের বৈষম্য দূর করে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের দাবি জানিয়েছেন, নারী নেত্রীরা।
হাসু বেগম, সংসারের হাল ধরতে লক্ষ্মীপুরের একটি হোটেলে, রান্নার সহকারী হিসেবে কাজ করছেন ১০ বছর। এই কাজের জন্য তার দৈনিক মজুরি একশ’ টাকা।
একইভাবে বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানায় কাজ করা ৩৫০ জন শ্রমিক কাজ করছেন স্বল্প বেতনে। তারা জানান, একজন পুরুষ সহকর্মীর দৈনিক মজুরি ৪০০ টাকা।
কিন্তু, সম পরিমাণ কাজ করে নারীরা পাচ্ছেন ২০০ টাকা। এমনি করে প্রতিটি ক্ষেত্রেই পুরুষ সহকর্মীর তুলনায় মজুরি কম পাচ্ছেন নারী শ্রমিকরা।
নারী শ্রমিকরা জানান, অনেক সময় পুরুষের চেয়ে বেশি কাজ করতে হলও, মজুরি মিলছে কম। আর কিভাবে যে এই বৈষম্য দূর করা সম্ভব সেটিও তাদের অজানা।
এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরিসহ সব ধরনের বৈষম্য দূর করতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের দাবি জানিয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা।
একইভাবে বৈষম্যের শিকার পঞ্চগড়ের পাথর ভাঙা ১৫ হাজার নারী শ্রমিক। ঝুঁকি নিয়ে কাজ করেও পুরুষ শ্রমিক পাচ্ছেন ৪০০ টাকা। সেখানে নারীরা পাচ্ছেন আড়াই থেকে তিন’শ টাকা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই মজুরিতে সংসার চালাতে পারেন না। অথচ সমান পরিশ্রম দিয়ে পুরুষ শ্রমিকরা অনেক বেশি আয় করছে।
তাই নারীদের শ্রম মূল্য বাড়ানোসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করেতে মালিক পক্ষের প্রতি দাবি জানিয়েছেন নারী সংগঠক।
এত সব বৈষম্যের মধ্যেও মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীকে শুভেচ্ছা।