ইউক্রেনে রাশিয়ার ৩ কমান্ডার নিহত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ০৪ মার্চ ২০২২ : ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে যুদ্ধ করার সময় রাশিয়ার তিন কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) পশ্চিমা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন খবর দিয়েছে।

নিহতরা হলেন, ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপ-কমান্ডার অ্যান্ড্রেই সুখোভাস্তি। এছাড়াও একজন ডিভিশনার কমান্ডার ও রেজিমেন্টাল কমান্ডার নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শন করতে গিয়ে তারা নিহত হয়েছেন। এসব ঘটনাকে রুশ আগ্রাসনের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন অভিযানে ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছেন। এছাড়াও এক হাজার ৬০০ সেনা আহত হয়েছেন। তবে রুশ বাহিনীর সত্যিকারের হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, এই যুদ্ধে রুশ সশস্ত্র বাহিনীর ৯ হাজার হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু লড়াইয়ের তীব্রতার জন্য সত্যিকার হতাহতের সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।

২০২১ সালের অক্টোবরে ৪১তম ডিভিশনের উপ-কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যান্ড্রেই সুখোভাস্তিকে। এর আগে বছরতিনেক নভোরসিয়াস্কে তিনি সপ্তম এয়ারবোর্ন অ্যাসল্ট ডিভিশনের কমান্ডার ছিলেন।

তিনি মস্কোর রেড স্কোয়ারের বিজয় কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন দুবার। তাকে অর্ডার্স অব কারেজ, দ্য অর্ডার অব মিলিটারি মেরিট ও মেডেল অব কারেজ পুরস্কার দেওয়া হয়েছিল।

ক্রিমিয়া দখলের অভিযানে অংশ নেওয়ায় তাকে বিশেষভাবে প্রশংসিত করা হয়েছিল।