ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ : ইউক্রেনে রুশ হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বাড়িতে চলছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ পরিবার।
জানা গেছে, দুই ভাই ও এক বোনের মধ্যে নিহত হাদিসুর মেজ। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। বরগুনার বেতাগী উপজেলায় হাদিসুরের গ্রামের বাড়িতে সান্ত্বনা দিতে যান, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
তবে মরদেহ দেশে আসবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিহত হাদিসুর চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষে বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী পদে যোগ দেন।
বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার শিকার হয়েছে। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। তিনি জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন। বাকি ২৮ ক্রু অক্ষত আছেন।