জানুয়ারিতে পাক-ভারত বৈঠক

SHARE

1183পাকিস্তান ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সম্মত হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে ইসলামাবাদে এ বৈঠক হতে পারে। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

সারতাজ আজিজ বলেন, জানুয়ারি মাসের মাঝামাঝি রাজধানী ইসলামাবাদে দু`দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনার শুরুর বিষয়ে কর্মতালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক পাকিস্তান সফরের পর এ ঘোষণা দেয়া হলো। কাবুল থেকে নয়াদিল্লি ফেরার পথে লাহোরে স্বল্প সময়ের অপ্রত্যাশিত যাত্রাবিরতি দেন নরেন্দ্র মোদি। এ সময়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাতনীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং নওয়াজকে তার ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

মোদির এ সফর নিয়েও কথা বলেন সারতাজ আজিজ। তিনি বলেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইসহ প্রধান রাজনৈতিক দলগুলো মোদির শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়েছে।