বহুল কাঙ্ক্ষিত রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ : বহুল প্রত্যাশিত রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হয়েছে। বেলারুশ সীমান্তে বৈঠকে বসেছে দুই দেশের প্রতিনিধি দল। খবর আলজাজিরা ও রয়টার্সের।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলায়াক বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে দেশটিতে যুদ্ধবিরতি এবং সেখান থেকে রুশ সৈন্য প্রত্যাহার চেয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে রাশিয়া চায় ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয়। যদিও যুদ্ধ শুরুর পর বারবার পশ্চিমা বিশ্বের সামরিক জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৪টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়। অবশ্য আরও আগে তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে বহুল কাঙ্ক্ষিত এই আলোচনা পিছিয়ে যায়।

এর আগে গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই আলোচনা থেকে কোনও অগ্রগতি আশা করেন না তিনি।

তবে একইসঙ্গে জেলেনস্কি বলেন, সামান্য হলেও শান্তি ও যুদ্ধবিরতির আলোচনার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। যাতে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা না করার জন্য কেউ দোষ দিতে পারে।