নেচে সমালোচনার শিকার সালমান (ভিডিও)

SHARE
???????????????????????????????????

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ : বলিউডের সুপারস্টার সালমান খান প্রতি বছর দাবাং ট্যুর করে থাকেন। সবশেষ দাবাং নিয়ে দুবাইয়ের মঞ্চে পারফর্ম করেছেন। সেখানে নায়কের সঙ্গে ছিলেন সোনাক্ষী সিনহা, গুরু রানধাওয়া, মণীশ পাল, পূজা হেজ, আয়ুশ শর্মার মতো শিল্পীরা।

বিপত্তি বাঁধে সালমান-পূজার ‘কিক’ সিনেমার ‘জুম্মে কি রাত’ গানে পারফর্মের সময়। মঞ্চে নাচতে গিয়ে একটু ভুল করেছিলেন ভাইজান। তার জন্য কটাক্ষের শিকার হতে হলো সালমান খানকে। কেউ কেউ মন্তব্য করেছেন নাচতে ভুলে গেলেন ভাইজান!

সিনেমায় জ্যাকুলিনের সঙ্গে নেচেছিলেন সালমান। একটি দৃশ্যে জ্যাকুলিনের পরনের পোশাক দাঁতে আটকে নাচতে দেখা গিয়েছিল তাকে। দৃশ্যটি বেশ জনপ্রিয়। এবার সেই কাজটিই দাবাং ট্যুরের মঞ্চে করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পূজার পোশাক এতটাই ছোট ছিল যে তা দাঁতের মাঝে আটকানো কঠিন। এমন অবস্থায় একবার চেষ্টা করেই হাল ছেড়ে দেন সালমান। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সালমানের সঙ্গে  দাবাং ট্যুরে যাওয়ার কথা ছিল জ্যাকুলিন ফার্নান্ডেজের। কিন্তু  সুকেশকাণ্ডে নায়িকার ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরই নাকি বাদ দেয়া হয় অভিনেত্রীকে। সে কারণে জ্যাকুলিনের জায়গায় পূজার এন্ট্রি হয় এই বিদেশ সফরে।