যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেন প্রেসিডেন্ট

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ : ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেশটি থেকে নিরাপদে সরে যেতে সহায়তার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। একাধিক মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

জেলেনস্কি বলেন, ‘এখানে যুদ্ধ চলছে। আমার দরকার যুদ্ধ সরঞ্জাম। কোনও গাড়ি-ঘোড়া নয়।’

এই আলোচনায় বিশ্বস্ত সূত্রের সঙ্গে অংশগ্রহণ করা এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কিকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র সরকার। একাধিক মার্কিন ও ইউক্রেনীয় কমকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন।

রাশিয়ার হামলার পর থেকে ইউক্রেনেই রয়েছেন জেলেনস্কি। পাল্টা আক্রমণে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন তিনি। কোনোমতেই দেশটির রাজধানী কিয়েভ ছাড়তে চাচ্ছেন না। এতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

এর আগে এক ভাষণে সাবেক অভিনেতা ও কমেডিয়ান বলেন, ‘যখন আপনারা আক্রমণ করবেন, তখন আমাদের মুখই দেখতে পাবেন, পিঠ নয়।’

এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা এখানে সবাই আছি। এখানেই সবাইকে থাকতে হবে।’

ইতোমধ্যে সারাদেশে মার্শাল ল জারি করেছেন জেলেনস্কি। ১৮ থেকে ৬০ বছর বয়সী সব ইউক্রেনীয় নাগরিকদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।