ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ : রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য জেরুজালেম উত্তম জায়গা বলে মত দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রদূত। ইসরাইলে ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভগেন কর্নিচুক সিএনএনকে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে ও সাহায্য করতে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেছেন, ইউক্রেন প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ইসরায়েলই একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র যার রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গেই দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং সেই সুবিধার্থে আলোচনার ব্যবস্থা যেতে পারে।
কর্নিচুক বলেন, মিনস্কের চেয়ে জেরুজালেম পছন্দনীয় যেখানে পূর্ববর্তী আলোচনা হয়েছিল। কারণ বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেন বেলারুশের বর্তমান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর ‘বৈধতা বিশ্বাস করে না’।
রুশ হামলার কবলে পড়ে বিশ্ব নেতাদের কাছ থেকে ‘আরও সাহায্য ও সমর্থন’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, বিশ্ব নেতারা তাকে সাহায্য করতে সম্মত হয়েছেন।
এর আগে জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, তারা অবিলম্বে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য প্রস্তুত।
তিনি বলেন, রুশ ও ইউক্রেনের কর্মকর্তারা বর্তমানে আলোচনার জন্য সময় ও স্থান নিয়ে আলোচনা করছেন।
তবে রাশিয়া বলেছে তারা তখনই কথা বলবে যখন ইউক্রেনের সশস্ত্র বাহিনী আত্মসমর্পণ করবে।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বেশ কয়েকটি বিশ্ব নেতার সঙ্গে কথা বলেন। জেলেনস্কি বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি ফরাসি, জার্মান ও ডাচ নেতাদের সঙ্গে কথা বলেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আরও সাহায্য, আরও সমর্থন পাচ্ছি। সকল নেতাদের, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাই।
শুক্রবার রাতে তর ভাষণে জেলেনস্কি বলেন, এই রাতটি খুব কঠিন হবে এবং শত্রুরা ইউক্রেনীয়দের প্রতিরোধ ভাঙতে সমস্ত শক্তি ব্যবহার করবে।