অট্টহাসির জেরে সময়ের আগেই সন্তান প্রসব

SHARE

1176হাসিতেই নাকি আয়ু বাড়ে, ফুরফুরা থাকে মন। তবে এবার এসব কিছুকে ছাপিয়ে নতুন এক ঘটনার জন্ম দিলেন ব্রিটেনের এক নারী। প্লাইমাউথের এক থিয়েটার হলে চলছিল মিউজিক্যাল কমেডি। আর সেখানেই দর্শকের আসনে বসেছিলেন ক্রিস্টি রিড।

চলছিল একটি হাসির দৃশ্য। সেই দৃশ্য দেখেই অট্টহাসিতে ফেটে পড়েন তিনি। কিন্তু হাসির জেরেই প্রসব যন্ত্রণা শুরু হয়। আর প্রায় দু`সপ্তাহ আগেই জন্ম হলো তার প্রথম সন্তানের।

ডকইয়ার্ডের কর্মী ক্রিস্টি রিড সন্তানসম্ভবা ছিলেন। প্রায় দু’সপ্তাহ পরে ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল ওই সন্তানের। কিন্তু মিউজিক্যাল কমেডির একটি দৃশ্য সব পালটে দিল। প্রসবযন্ত্রণা নিয়ে সেই রাতেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আর পরদিনই এক ফুটফুটে সন্তানের জন্ম দেন ওই নারী।