ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ : ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। এই দিবস উপলক্ষে সৌদি আরবের দোকানগুলো লাল রঙে সেজেছে। দোকানের সামনে রাখা হয়েছে লাল রঙের পোশাক ও অন্তর্বাস। কিন্তু একটা বিষয় পাওয়া যাচ্ছে না, সেটা হলো ভালোবাসার এই উৎসবের নাম।
সৌদি আরবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিক্রি বেড়েছে। উপহার দেওয়াটাও হয়ে গেছে স্বাভাবিক। তবে দেশটির কোথাও ‘ভ্যালেন্টাইন’ শব্দটা পাওয়া যাচ্ছে না। খবর দ্য ইকোনমিকস টাইমসের।
গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় গোপন রাখার শর্তে এক নারী বিক্রয়কর্মী বলেন, ‘যেখানে পণ্যগুলো রেখে বিক্রি করা হয়, সেখানে চারপাশ লাল রঙে সাজানোর নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে আমাদের এ–ও বলে দেওয়া হয়েছে, যেন কোথাও “ভ্যালেন্টাইন ডে” শব্দটা লেখা না থাকে।’
খুলৌদ নামের ৩৬ বছর বয়সী এক নারী বিক্রয়কর্মী বলেন, ‘মানুষ এত দিন ভ্যালেন্টাইন ডে উদ্যাপন করত না। কিন্তু এখন অনেকে দিবসটি উদ্যাপন করতে চান। এই সময়ে পোশাকের চাহিদা বহুগুণে বেড়ে যায়। ক্রেতারা প্রায়ই লাল রঙের পোশাক চান। আর এই সময়ে পোশাক বিক্রি থেকে মুনাফাও অনেক বেড়ে যায়।’
তবে দোকানে অন্তর্বাস প্রদর্শনের বিষয়টি নিয়ে কেউ কেউ অবশ্য স্বাচ্ছন্দ্য নন। কারণ, এত দিন দোকানগুলোয় গোপনে রেখে অন্তর্বাস বিক্রি করা হতো। বোরকা পরিহিত এক নারী পরিচয় না দিয়ে এএফপিকে বলেন, ‘আমি এসব জিনিস দেখতে চাই না। তবে অনেকেরই এটা পছন্দ। এটা যার যার ব্যক্তিগত পছন্দের বিষয়।’
সৌদি সমাজে যে পরিবর্তন আসছে, এটা তারই উদাহরণ। একদা দেশটিতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যেন কোনো কিছু বিক্রি করা না হয়, সেটা নজরদারি করত পুলিশ। কেউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতো। এমনকি ১৪ ফেব্রুয়ারি মানুষজনকে লাল রঙের পোশাকও পরতে দেওয়া হতো না।