৪ লাখ টাকার গ্যাস চুরি, জরিমানা ৮০ হাজার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), নারায়ণগঞ্জের বন্দর প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ : নারায়ণগঞ্জের বন্দরে মশার কয়েল ও মুড়ি উৎপাদন কারখানাসহ তিনটি বৃহৎ প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একটি কারখানাকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা ও আরেকটি কারখানার বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোকুলদাশেরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বন্দর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

শুরুতে নুরুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আবিদ অ্যান্ড ব্রাদার্স নামে মুড়ি উৎপাদনকারী কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ সব কটি চুলা ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আটক দুই কর্মচারীকে এক মাসের জেল প্রদান করা হয়।
পরে একই এলাকায় শাহনাজ বেগমের মালিকানাধীন সাব্বির কেমিক্যাল ওয়ার্কস-এর গুড ফাইট সুপার জাম্বো নামে মশার কয়েল উৎপাদনকারী কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানেও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তিতাস কর্তৃপক্ষ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ কারখানার মালিকের ছেলেকে আটক করে। পরে পার্শ্ববর্তী আরও একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, এই তিনটি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজারের মাধ্যমে কয়েক বছর ধরে অবৈধভাবে উচ্চ চাপের গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদনকাজ করছিল। প্রতি মাসে তারা কমপক্ষে তিন থেকে চার লাখ টাকার গ্যাস চুরি করে আসছিল।
তিনি জানান, এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও রাইজারসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়। পর্যায়ক্রমে এই অঞ্চলের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।