ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ : করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ চেয়ারম্যানসহ প্রায় দেড়শো জনপ্রতিনিধি। প্রশাসন বলছে, নির্বাচন ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
গত পাঁচ ধাপের ইউপি নির্বাচনে ছিল সংঘাত-সহিংসতা। ষষ্ঠ দফায়ও উত্তেজনার কমতি নেই। আছে প্রাণহানির ঘটনাও। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আর সংঘর্ষে এবারের ভোট নিয়েও আতঙ্কিত ভোটাররা। কেন্দ্রে যেতে ভয়ও পাচ্ছেন অনেকে।
করোনার ঊর্ধ্বগতির মধ্যেই আজ (সোমবার) ভোট হবে দুই শতাধিক ইউপিতে। সবকটি কেন্দ্রে থাকছে ইভিএম। পাঠানো হয়েছে সেই সরঞ্জাম। যদিও এরই মধ্যে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ১২ চেয়ারম্যানসহ প্রায় দেড়শো জনপ্রতিনিধি।
কিশোরগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, বিজিবি, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করছি ভোটাররা নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারবে।
নির্বাচন ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকছে বাড়তি নজরদারি।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, আমাদের পুলিশ এবং আনসার বাহিনী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে, আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।
সপ্তম ধাপে ৭ এবং ১০ ফেব্রুয়ারি হবে অষ্টম ধাপে ইউপি নির্বাচন।