আজকের নামাজের সময়সূচি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪ .কম(টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ : পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। যতই ব্যস্ততা থাকুক ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নিতে হবে।

জুমা – ১২টা ১৩ মিনিট।

আসর- ৪টা ০২ মিনিট।

মাগরিব- ৫টা ৪০ মিনিট।

এশা- ৬টা ৫৭ মিনিট।

ফজর (২২ জানুয়ারি)- ৫টা ২৪ মিনিট।

আজ সূর্যাস্ত- ৫টা ৩৭ মিনিট।

আগামীকাল (২২ জানুয়ারি) সূর্যোদয়- ৬টা ৪২ মিনিটে।

আরও পড়ুন: শুক্রবার ঢাকার যেসব স্থানে যাবেন না

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম : -০৫ মিনিট
সিলেট : -০৬ মিনিট

যোগ করতে হবে-
খুলনা : +০৩ মিনিট
রাজশাহী : +০৭ মিনিট
রংপুর : +০৮ মিনিট
বরিশাল : +০১ মিনিট