‘ঢাকা নগর পরিবহন’ সেবায় সন্তুষ্ট যাত্রীরা, পুরো ঢাকায় চালুর দাবি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ : গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ঢাকা নগর পরিবহন’ সেবায় সন্তুষ্ট রুটের যাত্রীরা। ভোগান্তি এড়িয়ে নিয়ম মেনে খুব সহজেই যেতে পারছেন গন্তব্যে।

দশ মিনিটের ব্যবধানে ছেড়ে যাচ্ছে একের পর এক বাস। রুট কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর। নেই যত্রতত্র বাসে ওঠা-নামার সুযোগ আর বেশি আয়ের লোভে সড়কে চালকদের অসুস্থ প্রতিযোগিতা। বাসে চলাচলে মানতে হবে স্বাস্থ্যবিধি। আছে নির্দিষ্ট কাউন্টার, সরকার নির্ধারিত ভাড়া ও শিক্ষার্থীদের জন্য ছাড়।

বাস রুট রেশনাইলাজেশন কমিটির পরীক্ষামূলক এই প্রকল্পের সেবায় সবমিলিয়ে সন্তুষ্ট যাত্রীরা। তবে স্বস্তির এই ঢাকা নগর পরিবহনে আছে কিছু অস্বস্তির ঘটনাও। মাঝেমাঝেই চলাচলে বাধ সাধে অন্য পরিবহনের বাস।

যাত্রীরা জানান, নগর পরিবহন বাসে সময় একটু কম লাগে এবং হুড়াহুড়ি না থাকায় অনেকটা নিরাপদ। এ বাসে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, সার্ভিসও ভাল। এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে গিয়ে থামে, মাঝপথে কোনো যাত্রী নেয় না।

বাস চালক ও হেলপাররা জানায়, এ রুটের অন্য গাড়িগুলো রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় নির্ধারিত সময়ে পৌঁছা যায় না।

সাড়ে ২৭ কিলোমিটারের এই রুটে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার ও ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাস চলছে। যেখানে শিক্ষার্থী ছাড়া সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও সর্বোচ্চ ৫৯ টাকা।

সড়কে নৈরাজ্য ঠেকাতে ঢাকাজুড়ে এমন বাস সার্ভিসের দাবি পরিবহন শ্রমিক ও যাত্রীদের।