চট্টগ্রামে ছিনতাইয়ে বেড়েছে ধারালো অস্ত্রের ব্যবহার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার, ১২ জানুয়ারি ২০২২ : চট্টগ্রামে সম্প্রতি বেড়েছে ধারালো অস্ত্র দিয়ে ছিনতাইয়ের ঘটনা। সব কিছু ছিনিয়ে নেয়ার পরও ছুরিকাঘাত করছে দুর্বৃত্তরা। এতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি অনেকেই। কারও কারও অবস্থা আশঙ্কাজনক। ৩০ থেকে ৪০টি দলে নগরীতে ছিনতাইকারী আছে প্রায় ১৫০ জনের মতো। যাদের বেশিরভাগই আবার মাদকাসক্ত।

গত ২৪ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় ছিনতাইয়ের শিকার হন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মঈনুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে। যা ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়।

কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও এখনো কাটেনি ধকল। কেননা তার শরীরের বিভিন্নস্থানে লেগেছে সেলাই। কোনো কোনো জায়গায় ক্ষত হয়েছে অনেক গভীর।

মঈনুল বেঁচে ফিরলেও এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার একদিন আগে কোতোয়ালি সিআরবি এলাকায় ছিনতাইয়ের শিকার হওয়া গার্মেন্টস কর্মী আইয়ুব। কয়েকবার অস্ত্রোপচার করেও বন্ধ করা যাচ্ছে না রক্তক্ষরণ। তার চিকিৎসা ব্যয় নিয়েই বিপদে স্বজনরা।

নগরীতে সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারীরা। ধারালো ছুরির ভয় দেখিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নগরীর কয়েকটি স্পটে ছিনিয়ে নিচ্ছে পথচারীদের মালামাল। কেউ দিতে অস্বীকৃতি জানালে ছুরিকাঘাতে মারাত্মক জখম করছে দুর্বৃত্তরা।

কখনো সাত আটজনের সংঘবদ্ধ দল আবার কখনো দুইজনে মিলে ছিনতাই করছে দুর্বৃত্তরা। ছোট বড় মিলে এমন দলের সংখ্যা ৩০ থেকে ৪০টি। নগরীর উত্তর বিভাগে সক্রিয় মোহাম্মদ ইউসুফ, সুমন মিয়া, পশ্চিম বিভাগে শাকিল, নুরন্নবী রাসেল, মেহেদী, ফরহাদ, সাহাবুদ্দিন সাবু, মহিউদ্দিন এবং দক্ষিণ বিভাগে সক্রিয় হাসান, ফয়সাল, তাসিন, রাকিব, মুন্না, রবিউল জাহিদসহ বেশ কয়েকজন। এদের বেশিরভাগই আবার মাদকাসক্ত।

সবমিলে চট্টগ্রামে সক্রিয় ছিনতাইকারীর সংখ্যা প্রায় ১০০ থেকে ১৫০ জন।