বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ১২ জানুয়ারি ২০২২ : পৌষ মাসের শেষ দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। নগর জীবনে নেমে আসে এক প্রশান্তিময় সন্ধ্যা। আবার কারও জন্য হয়ে উঠে দুর্ভোগ।

ঢাকার পাশাপাশি চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতেও হালকা বৃষ্টির দেখা মিলেছে। এতে দেশের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এই বৃষ্টি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সারা দেশে মেঘ-বৃষ্টি ও রোদের লুকোচুরি আরও কয়েকদিন চলবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এতে দিনের তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে থাকবে। ফলে দিনে শীতের অনুভূতি একটু বাড়তে পারে। তবে মেঘের কারণে ঠান্ডা বাতাস আসা কমে যাবে। এতে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী কয়েকদিন এ ধরনের বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তিন-চার দিন পরে ধীরে ধীরে রোদেলা আবহাওয়া বাড়বে। তবে তখন শৈত্যপ্রবাহের আমেজ শুরু হবে বলেও জানান তিনি।
আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অবস্থা বিরাজ করতে পারে। আর এই কয়েকদিন বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ মঙ্গলবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরাবরের মতো ছিল কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কিছুটা বেশি।