ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পঞ্চগড় প্রতিনিধি,সোমবার, ১০ জানুয়ারি ২০২২ : উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে ভোর থেকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা দেখা গেছে।
সোমবার (১০ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা। এ সময় বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
জানা গেছে, আজ সোমবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় ১২ দশমিক ১ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রিতে ওঠানামা করছে। দিনের বেলায় সূর্য উঠলেও রোদের তীব্রতা নেই। দিনভর থাকছে শীতের আমেজ। শহর থেকে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি দেখা যায়। এদিকে আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্য প্রবাহ নামতে পারে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন আরটিভি নিউজকে বলেন, সকাল থেকেই বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এ কারণে কাজে যেতে পারি নাই। তবে দিনের বেলাতে সূর্য উঠলেও রোদের তীব্রতা নেই।
এদিকে জেলা প্রশাসন অফিস থেকে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত পঞ্চগড় জেলায় ৩২ হাজার ৩৯৯টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বেসরকারিভাবে ১ হাজার ১৫০টি কম্বল শীতার্তদের দেওয়া হয়েছে।