পীরের নিষেধে অর্ধশত বছর ভোটকেন্দ্রে যান না রূপসা ইউনিয়নের নারীরা (ভিডিও)

SHARE
পীরের নিষেধে অর্ধশত বছর ভোটকেন্দ্রে যান না রূপসা ইউনিয়নের নারীরা (ভিডিও)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), দক্ষিণ রূপসা (চাঁদপুর) প্রতিনিধি ,শনিবার, ০১ জানুয়ারি ২০২২ : গায়েবি পীরের নিষেধ নারীদের ভোটকেন্দ্রে যাওয়া যাবে না। তাই ৫০ বছর স্থানীয় কিংবা জাতীয় কোনও নির্বাচনেই ভোট দেন না চাঁদপুরের দক্ষিণ রূপসা ইউনিয়নের নারীরা। এমনকি সংরক্ষিত নারী সদস্যরাও নির্বাচিত হচ্ছেন পুরুষদের ভোটে।

প্রয়োজনে বের হচ্ছেন ঘরের বাইরে। সারছেন বাজারসহ সব কাজ। তবুও কথিত পীরের নির্দেশে পাঁচ দশক ভোট দেন না চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। কারণ, পীরের নির্দেশ না মেনে ভোট দিতে কেন্দ্রে গেলে অমঙ্গল হবে।

স্থানীয় একজন বলেন, এখানকার হুজুর নিষেধ করেছে এ ইউনিয়নের কোনও ভোট যেনো না নেয়া হয়। আরেকজন বলেন, সকলেই ভোট দিলে আমরাও দিবো। এখানের সমস্যার কিছু নেই। এ কেন্দ্রের কেউই ভোট দেয় না তাই আমরাও দেই না।

যদিও এই ধারণা থেকে বের হয়ে আসছে তরুণ প্রজন্ম। ভোটাধিকার প্রয়োগে আগ্রহী তারা।

নারীরা ভোট না দেয়ায় পুরুষ কেন্দ্রীক প্রচারণা চলে এখানে। ফলে অবহেলিত থেকে যান নারীরা। তবে ভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে প্রশাসন এমন দাবি ইউএনও’র।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের স্বামীরা নিষেধ করেছে যে হুজুরের নিষেধ ভঙ্গ করতে না। এ হিসেবে নারীরা ভোট দিতে আসে না। আরেকজন বাসিন্দা বলেন, হুজুর সকল নারীদের উদ্দেশ্যে পর্দাশীল হওয়ার জন্য বলেছেন। ভোট না দেয়ার জন্য নিষেধ করেছেন এমন কোনও রেওয়াজ আমাদের এখানে নেই।

চাঁদপুর ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো উনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই আমরা কাজ করবো।

চাঁদপুরের এই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৮ হাজার ৭৮৬জন। এদের মধ্যে নারী নয় হাজার পঁয়তাল্লিশ জন।