ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ : দখলদারদের বাধার মুখে বন্ধ হয়ে গেল বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গার আদি চ্যানেলে অবৈধ স্থাপনা উচ্ছেদের পঞ্চম দিনে স্থাপনা মালিকরা চড়াও হন অভিযান পরিচালনাকারী দলের ওপর। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে আসা থেকে শুরু করে পুলিশ সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়ায় অবৈধ দখলদারেরা।
দখলদারদের লাগামহীন দৌরাত্ম, আস্ফালন। বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট করে অবৈধ স্থাপনার মালিকরা এভাবেই চড়াও হয় বিআইডব্লিউটিএ’র অভিযান পরিচালনাকারী দলের ওপর।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে আসা থেকে শুরু করে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়ায় অবৈধ দখলদারেরা।
তারা জানান, আমাদের কাছে জমির কাগজপত্র রয়েছে। সেটা না দেখে ভাঙা শুরু করেছে। এটা অন্যায়।
দখলদারদের বাধার মুখে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় বিআইডাব্লিউটিএ।
বিআইডব্লিউএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ বলেন, তারা বলছে, কাগজপত্র রয়েছে। আমরা জানিয়েছি, কাগজপত্র দেখে আমরা পরবতী সিদ্ধান্ত নেবো।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, তারা আবেদন দিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা দেখবেন। তারপর আমরা অভিযান চালবো।
এদিন অভিযানের শুরুতেই লালবাগের নবাবগঞ্জ লেনে আগেই চিহ্নিত করা বেশকয়েকটি স্থাপনা উচ্ছেদ করলেও বহুতল ভবন মালিকদের সরে যেতে বললেই বিপত্তি বাধে।
সরকারি পাঁচ সংস্থা দীর্ঘ দেড় বছর ধরে জরিপ চালিয়ে বুড়িগঙ্গার আদি চ্যানেলের ম্যাপ নির্ধারণ করেন। ১৮ মার্চ হাইকোট আদি চ্যানেল দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিলে ২৬ ডিসেম্বর থেকে অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে দফায় দফায় দখলদারদের বাধার মুখে পড়তে হয় অভিযানকারী সংস্থাটিকে।