ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পাঁচ কোটি টাকা মূল্যের অস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২।আজ (শুক্রবার, ১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দমদমিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মায়ানমারের (বার্মা) মংডু এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০) এবং টেকনাফের হ্নীলা মৌছনী এলাকার আব্দুল রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০)।বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খলিল আহমেদ ইফতেখার জানান, মাদকের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি নৌকা আটক করে তল্লাশি করা হয়। নৌকার সিটের ভেতর থেকে একটি অস্ত্র, ক্রিস্টাল আইস মেথ ও ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও অস্ত্রের দাম প্রায় ৫ কোটি টাকা। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।