ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ : যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণির দেয়া নারাজির আবেদন খারিজ করেছেন আদালত। সেই সঙ্গে পলাতক শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সে সঙ্গে নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে চার্জশিট গঠন করে পলাতক শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেয়।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার শামসুল হাসান জানান, শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সে সঙ্গে আদালত আগামী ৩ মার্চ শহিদুল আলমের গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করে দেয়।
এদিকে শুটিং থাকার কারণে পরীমণি আদালতে আসতে পারেননি। পরীমণির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী জানান, নারাজি আবেদন খারিজ করলেও আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ও দণ্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় আমলে নিয়েছে।
গত ১ ডিসেম্বর পরীমণি আদালতে হাজির হয়ে নারাজি জমা দেন।