রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও নাশকতায় উসকানি দিতেন তারা: র‍্যাব

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ : রাজধানীর স্বামীবাগের একটি মেস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচ জন রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও নাশকতায় উসকানি দিতেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। তারা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ, ওয়ায়েজ কুরুনী, তাওহীদুল ইসলাম, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার মঈন বলেন, র‌্যাবের সাইবার পেট্রোলিংয়ে দেখা যায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। র‌্যাব সাইবার মনিটরিংয়ের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালিয়ে গতকাল (বৃহস্পতিবার) স্বামীবাগে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তারা সবাই দীর্ঘদিন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা সংঘবদ্ধভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি এর জন্য অর্থ সংগ্রহ করতো।

এছাড়া আব্দুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী, নাশকতা বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা, ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতা ও উসকানিমূলক লিফলেট জব্দ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।