ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ : রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র্যাব। আটকরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র্যাব।
মঈন বলেন, বিকাল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-৩ এর একটি আভিযানিক দল। এরপর ওই বাসায় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব কমান্ডার আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- আটকরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত।এ বিষয়ে কাল (শুক্রবার) বিস্তারিত জানানো হবে।
জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাই।
র্যাব জানায়, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তিরা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।