কুমিল্লা মেঘনায় প্রয়াত মুজাফফর আলীর এমপি মৃত্যু বার্ষি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মিজানুর রহমান মেঘনা থেকে, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ : কুমিল্লা মেঘনায় মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, প্রয়াত মুজাফফর আলীর এমপি মহোদয়ের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৯ নভেম্বর ১৯৯৮ সালের, আজকের এই দিনে সাবেক এমপি মুজাফফর আলী এমপি মহোদয় মৃত্যুবরন করেন। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতের আগরতলায়, মুভমেন্ট এন্ড হসপিটালিটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। কুমিল্লার হোমনা-দাউদকান্দী আসনে ১৯৭০ সালে এমএনএ এবং ১৯৭৩ সালে নির্বাচিত এমপি তিনি। তিনি সংবিধান প্রণেতাদের একজন। কুমিল্লা উত্তর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগে সক্রিয় ভূমিকা রাখেন। মহান এই ব্যক্তিত্বের স্মরণে মুজাফফর আলী স্কুল এন্ড কলেজে স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি ফারাহ্ দীবা দীপ্তি’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার , বিশেষ অতিথি মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, বড় কান্দা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন রিপন মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার মাষ্টার,
ও ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রী দয়াল চন্দ্র রায়, মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের মেনেজিং কমিটির অভিভাবক সদস্য মাহবুবুল ইসলাম মামুন এবং শিক্ষক প্রতিনিধি প্রভাষক আইসিটি রাশেদুল ইসলামসহ, এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

জীবনের সবটুকু সময়ই তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শিক্ষিত জাতী গঠনে নিজেই তৈরী করেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম মুজাফফর আলী স্কুল এন্ড কলেজ। যা বর্তমানে উনার সুযোগ্য কন্যা, প্রতিষ্ঠানটির সভাপতি ফারাহ্ দীবা দীপ্তি বেশ সুনামের সাথে পরিচালনা করে আসছেন। উনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছে। এছাড়াও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাঁরই পরিকল্পনায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন শহীদ মিনার,বঙ্গবন্ধু কর্ণার, খেলার মাঠ, গেইট,প্রতিষ্ঠাতার মোরাল, সততা লাইব্রেরী, মসজিদ,লাইব্রেরি, ল্যাবরেটরী। প্রতিষ্ঠানে সীমানাপ্রচীরের কাজ শুরু হবে অচিরেই। এলাকাবাসী আশায় বুক বেঁধেছে তাঁরই নেতৃত্বে প্রতিষ্ঠানটি হবে, কুমিল্লার মেঘনা উপজেলার
মধ্যে একটি আদর্শ স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বস্তরের সহায়তা কামনা করেন।