ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৭ নভেম্বর ২০২১ : ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালকদের কেউই চালান না তাদের দায়িত্বে থাকা কোনো গাড়ি। অধিকাংশ পরিবহনই চালাচ্ছেন নিরাপত্তা প্রহরী, অফিস সহকারী, সুইপার ও পরিচ্ছন্নকর্মী।
দক্ষিণ সিটি করপোরেশনে ময়লাবাহী গাড়ি আছে ৩১৭টি। চালক ৮৬ জন। উত্তর সিটিতে ১৬৫টি গাড়ির জন্য চালক ৮২ জন। এ কারণে কিছু অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে এ সব গাড়ি চালান বিভিন্ন পেশার মানুষ। এছাড়া দায়িত্বপ্রাপ্ত চালকরাও সিটি করপোরেশনের গাড়ি চালান না। তেল চুরির শর্তে অন্যরা চালান এ সব গাড়ি।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাইম। এর একদিন পর উত্তর সিটির ময়লাবাহী গাড়ির চাপায় মারা যান সাংবাদিক আহসান কবির। দুই গাড়ির চালককেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাতে সামনে আসে এ সব অনিয়মের চিত্র।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির তিন ভাগের মধ্যে দুই ভাগেরই চালক নেই। ১৮ থেকে ২০ লিটার তেল চুরির শর্তে এ সব গাড়ি চালান বিভিন্ন পেশার মানুষ।
শুধু তাই নয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা জানিয়েছে, ময়লাবাহী গাড়ির মূল চালকদেরও ভারি গাড়ি চালানোর লাইসেন্স নেই।