ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৭ নভেম্বর ২০২১ : জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাতে পাল্লা দিয়ে গণপরিবহনেরও ভাড়া বাড়ানোর পর থেকেই আলোচনায় শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়টি। যে দাবি গড়িয়েছে রাজপথেও, গত কয়েকদিন ধরেই রাজধানীজুড়ে আন্দোলনে শিক্ষার্থীরা।
এরই পরিপেক্ষিতে বৃহস্পতিবারের (২৫ নভেম্বর) সিদ্ধান্তহীন বৈঠকের একদিন পর শনিবারও (২৭ নভেম্বর) পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসল প্রশাসন।
শনিবার দুপুরে পৌনে ১২টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর প্রধান কার্যালয়ে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক।
বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা, পুলিশ সদর দপ্তর ও মহানগর পুলিশের প্রতিনিধি এবং বেশ কয়েকটি মালিক-শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।
তবে দ্বিতীয় দিনের প্রায় দুই ঘণ্টার বৈঠকও শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। বরং মালিকদের পক্ষ থেকে তুলে ধরা হয় একগুচ্ছ দাবি। যার মধ্যে রয়েছে, হাফ ভাড়ার বিষয়টি ঠিক করতে টাস্কফোর্স গঠন আর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পরিবহন মালিকদের প্রণোদনা দেওয়া।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মালিকদের থেকে আলোচনা করেও মন্ত্রণালয়ের সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে যদিও হাফ ভাড়ার সিদ্ধান্তে পৌঁছায়। তবে যে গাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হবে, তার প্রণোদনার বিষয়টা কী হবে? সেটার সিদ্ধান্ত নিতে হবে।
শিক্ষার্থীদের জন্য আপাতত কোনো আশার বাণী শোনাতে পারেননি বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারও। শিক্ষার্থীদের পরিসংখ্যান ও তাদের আইডি কার্ডসহ নানা বিষয় পর্যালোচনায় থাকায় এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। বললেন, প্রয়োজন আরও আলোচনা।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে, কতজন শিক্ষার্থী রয়েছে, কতজন বাস ব্যবহার করে- এই পরিসংখ্যানগুলো তাদের জানা দরকার। এবং কতজনের চাহিদা আছে, চাহিদা ভিত্তিক কার্ড তৈরিসহ আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছে।
যদিও বৈঠক শেষে ব্রিফিংয়ে দুই পক্ষেরই দাবি, শিক্ষার্থীদের দাবির বিষয়ে যথেষ্ট আন্তরিক তারা। আর অনুরোধ করা হয় রাজপথে আর আন্দোলন না করার।