ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,বুধবার, ২৪ নভেম্বর ২০২১ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী ১নং আমলি আদালতে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) উজির আলী শেখ।
আদালতের বিচারক মো. সুমন হাসান মামলাটি তদন্ত করে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে আদেশ দিয়েছেন। আদালতে বাদীর পক্ষে এড. শেখ মো. মেহেদী হাসান মামলাটি পরিচালনা করেন।
বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, বিবাদী বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এছাড়া বিবাদী মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বাদী মর্মাহত হন এবং এ ব্যাপারে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে মামলার বাদী শশী আক্তার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এতে সমাজে দাঙ্গা–হাঙ্গামা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। এ জন্য তার শাস্তির দাবিতে মামলাটি দায়ের করেছি।
উল্লখ্য, গত সেপ্টম্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেন মেয়র জাহাঙ্গীর। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কেদ্রীয় আওয়ামী লীগ থেকে তাকে শোকজ করা হয়। তিনি শোকজের জবাবও দেন। গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।